এসো!
নেমে এসো হে আকাশ দূত
এই পৃথিবীর পরে
শুধু এইবার
পৃথিবীর মানুষের মনুষ্যত্বের
এই ক্রান্তি-লগ্নে আর একটিবার
নেমে এসো আবার।
নিয়ে এসো আকাশের
অনুশাসন বাণী
নিয়ে এসো দৈব বাণী
মানব জীবনের মূলসূত্র
আর আদর্শ বাণী
বিধি-নিষেধ এবং বিধিবিধান
পাপ থেকে মুক্ত হওয়ার উপাখ্যান
সকল মানুষের জীবনের বিঁধান।
অতঃপর আমি মানুষকে তা প্রকাশ করে
দেব। আর