বাঁশি যদি বাজে
মায়া কাঁদে কেউ—ভালবাসা জানে না কো সে রাখাল বালক—
গোপাল অরণ্যে হারায়,
রাতের সে বালিকার স্মৃতি ধাওয়া ধীর পা,
আকাশ নক্ষত্রের ঝাঁপি,নিশীথ চাঁদ তারায়
অরণ্যের আনাচ কানাচ ছুঁয়ে ছুঁয়ে যায়–
সে কিশোর কদম্ব পাদপ তলে আনমন বাঁশির আলাপ ভাঁজে…