কাউকে ঠকাই অথবা ঠকাই না
ঠকেছি হাজার বার;
সে ঠকেছে হয়তো আমার কাছে একবার
ঠকে বসে আছি হয়তো, ভাবছি!
ঠকলাম যার কাছে ভাবে নাই সে
অথবা ঠকেছে সে আমি গুনাক্ষরেও ভাবি নি।
নিয়মের ব্যতিক্রমও ঘটে জীবনে
কখনো কাউকে ঠকাতে চাইনি
অথবা ঠকাতে গিয়েও ফিরেছি শুণ্য হাতে,
হয়তো প্রয়োজনের অতিরিক্ত
Top today