মধুর বীণা বাজে প্রাণে
দুহাতে বুকে জড়ালে..
আত্মায় শান্তি আনে।
দিনভর প্রাণ তৃষিত
থাকলে নজরের আড়ালে
কাজ কম্ম সব বিষিত….
কর্তব্যের খাতিরে
শুন্য বুক নিয়ে
হতে হয় ঘরের বাহিরে….
মা হীন সারাবেলায়
সময় কাটে হেলাফেলায়
মত্ত থাক বুঝি দুজনে খেলায়…
খাঁ খাঁ করে অন্তর
এক সমুদ্দুর তৃষা
সময়ের গতি মন্থর…
বঞ্চিত সব আদর
আলোতে এক নদী