প্রচণ্ড চিৎকারেও আজ শব্দ হয় না
ময়লায় ড্রেনগুলোতে পানি আটকে আছে
বিষেভরা নগ্ন দেহের উত্তাপে
সব বরফ গলে গেছে,
সত্যে আজ ভয়, বেশি পরাজয়।
আমার হাতের পচা কলিজা এখন শেষপ্রায়,
একটু শান্তির খোঁজে
মায়ের
খুব আঁধার চারপাশ
ভেজা ময়লাগুলোর ওপর শুকুরের পায়ের ছাপ,
সবচেয়ে বড় গাছটিও বুঝি উপড়ে পড়বে।
শকুনের স্পর্শ আজ তোমার ঊরুতে
অপ্রিয় শব্দগুলো বারবার বাজছে আমার কানে
আর সব ব্যাথারা দেয়াল হয়ে কাঁপছে আমার মনে।