যার যেমন ইচ্ছা সে চুপ করে থাক
আমি বাবা এসব চুপাচুপির মধ্যে নাই
বকবকিয়েই যাব আমি;
পাখিদের সাথে কিচির মিচির,
বিড়ালের সাথে মিয়াও মিয়াও
চিড়িৎ চিড়িৎ চড়ুইর সাথে
টম জেরীরে নিয়া হেরে গলা ছেড়ে দিয়ে
গাইবই আজ জোরে সোরে।
যার যেমন ইচ্ছা, কাটাক না সময় আলসেমীতে
আমি বাবা অলস