যতো খেলাই করো না তুমি
বল যতোই কথা
সেরা দুটি খেলা হল
আহার আর যৌনতা।
মানুষের যতো কিছু অর্জন
সভ্যতার যতদূর আগমন
সব কিছুর মূলে দেখি
এ দুটি কারণ।
মানুষ যে প্রথম মানুষ ভালবেসেছে
মানুষ যে প্রথম মানুষকে মেরেছে
আহার আর যৌনতাই
তার মূলে রয়েছে।
আজ যে সাড়ে চার বিলিয়ন টন
খাবারের বার্ষিক