ইচ্ছে করেই পাশে পাশে হাঁটি
পায়ের নিচে নরম ভেজা মাটি,
মিছে নয় তো ভাল লাগা, সত্য, খাঁটি;
পাদুকা হাতে নিয়ে,
দুর্বা ঘাসে তোমার পাশাপাশি হাঁটি।
ইচ্ছে করেই তোমার পাশ ঘেষে বসি
স্পর্শ পেতে কাছাকাছি মিশি,
আলো ছড়ায় আমার চারপাশ, খুশিতে শশী;
ইচ্ছে করে একাই, মিছেমিছি ভালবাসি।
ইচ্ছে করেই চোখে