Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ইচ্ছে হয় একটু নির্জনতা কেড়ে নিই,

উদ্দাম  জীবন থেকে বেরিয়ে

মাঝরাতের বাঁশি শুনি,

আর ফিকে জ্যোৎস্নার বনভূমি ধরে হেঁটে চলি…হেঁটে চলি…

আঁধার ব্যাধিনীর পিঠে চামড়া গন্ধ বিদঘুটে ব্যাগ,

তবু তো এমনি ম্লান হাসি দেখিনি বহু দিন!

 

একঘেয়ে হাঁপর শ্বাসের নাদ ছেড়ে

চলো কিছু বুনো ঘ্রাণ বুকে ভরে টেনে নেওয়া পাহাড় হওয়ায়,

ওই

go_top