আজ একটু আবোল তাবোল বকবকানি………
সেদিন ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে গেছিল । আর আমাদেরকে আলাদা আলাদা রুমে থাকতে দিছিলো । আমি কখনো একা ঘরে ঘুমাইনি । দরজা বন্ধ করতেই এমন ভয় লাগতেছিল…. সব লাইট জ্বালাইয়াও দেখি ঘুম আসে না ।
প্রথমেই বলেছি এটা আমাদের অফিসিয়াল ট্যুর । আমাদের মুম্বে থেকে পুনে আসা যাওয়া এবং থাকা খাওয়া সব ফ্রি ছিল । ওখানে যেয়ে একটা সিম কার্ড কিনতে পারিনি । । যাই হোক, তারপরও ভালই কেটেছিল দিনগুলো ।