Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শিশির বিছানো ঘাসে আর;
শিউলি ঝরা পথের উপর দিয়ে নি:শব্দে
যে কখন চলে গেলো আমার প্রিয় শরৎ;
কেনো না বলে চলে গেলে শরৎ তুমি?
এখনো শুভ্র মেঘের ভেলায় ভাসিনি তো!
শুভ্র কাশফুল ছিঁড়ে ছিঁড়ে আকাশে উড়াইনি!
বিষন্ন আকাশ, বিষন্ন কাশের গুচ্ছ রেখে গেলে;
আর এক বুক হতাশা…..
শরৎ

go_top