একার জীবন লালন করি দুঃখ-সুখ ভুলে,
একার স্বপ্ন লালন করি দিবা-রাত্রি দুলে।
আমি একা তাই আমায় ডাকে ভবঘুরে,
তুমি একা তাই তোমায় ডাকে প্রাণভরে।
আমার বেদনা জল নিরব রাতের সঙ্গী,
তোমার বেদনা জল পুষ্প ঝরার ভঙ্গি।
আমি মানে শব্দ দিয়ে কেনা কিছু কাব্যময়,
তুমি মানে অর্থ দিয়ে
Top today