Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ফেব্রুয়ারীর একুশ
মনে যোগায় শক্তি
মাতৃভাষা বাংলা আমার
মনে অটল ভক্তি ।

ভাই হারানোর শোকে
কান্না আছে বুক ফাটা
একুশের সকালে তাই
ফুল নিয়ে খালি পায়ে হাঁটা ।

একুশ আমার বুকের মাঝে
অশান্ত এক নদী
সাতার কাটি সেই নদীতে
তাইতো নিরবধি ।

নদীর দুকূল বেয়ে
নামে বর্ষা যেমন
বাধভাঙ্গা জোয়ারের মতই
বাংলা ভাষা তেমন ।

কোটি

go_top