Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দেমাকটা ঝেড়ে ফেলে দিতে চাও না!!
ইচ্ছে করে এক আকাশ নীল থেকে
একমুঠো নীল এনে তো তোমার গায়ে ঢেলে দেই;
নীলে নীল হয়ে আরো… আরো বেশী রেগে থাকো;
জানো! রাগলে অমানিশার আঁধারে ছেয়ে যায় তোমার মুখ।
অথবা দিনের আলো নিভিয়ে দিয়ে
আকাশজুড়ে কালো মেঘের মতই হয়ে

go_top