রুদ্র মোহাম্মদ ইদ্রিস
যখন সপ্তর্ষিমন্ডলের দিকে তাকাই
মনে হয় সেখানেও তুমি –
সগর্বে হাটছ সুলতার হাত ধরে
দ্রাঘিমার আরো উপরে-
যে হাত ছুঁয়েছে সুলতার মুখ – গ্রীবা
সে হাত স্পর্শ করেছে হিমাদ্রী।
দিনে দিনে তোমার র্কীতিস্তম্ভ
জমে উঠেছে অন্তহীন বিস্ময় নিয়ে
জ্যোতিষ্কের কক্ষপথে – তুমি অমর পথের যাত্রী।
এক সবুজ