Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ব্যস্ততার সব শিখর উপড়ে ফেলে,
ব্যস্ত থাকার অভিনয় প্রতিনিয়ত;
মনের গহীনে বিষন্নতারা যেনো পাখনা মেলে।
বহুদুরে কিছুটা সময় একা
অভিনয় না জানলেও
সবে পায় মুখ জুড়ে আনন্দের দেখা ।
আত্মজদের সাথে থাকলে
আনন্দের সঙ্গি হয় লেখালেখি,
কল্পনায় আকাশে রঙ তুলির আঁছড়
মনের ক্যানভাসে এলোমেলো আঁকা আঁকি।
কতদিন লিখি না
কারো অবয়ব

go_top