তোমায় ছুঁয়ে আছি সমস্ত দেহে মনে
তবু কেন পৃথিবীর রং কাঁচ এখন অন্ধকার !
লালিম বসন্ত গন্ধ যদি তোমার প্রসাধন,
কত মুখ ঢেকে যায় রং রাংতায়।
দুটি সোনার চোখে কতটুকু আলো ধরে !
খিলানের জানালা বেয়ে ন্যুব্জ শরীর
সবুজ মেখে তবু শুয়ে থাকে সেই অন্ধকার।
দুটি আঁখির পাতা ঢেকে