তোমাকে চুমু খেতে গেলেই লিপস্টিক
নয়তো শীতের হিম আটকে দেয়া বেয়াড়া লিপজেল।
এলোচুলে উড়ে বেড়ায় শ্যাম্পুর ঘ্রাণ
শরীরের প্রত্যেকটি কণা থেকে ছোবল মারে
কোন এক উন্মত্ত বডি লোশন
আর জামাতে সেঁটে থাকে নাম না জানা দামী পারফিউম!
সত্যিই যেন তোমার শরীরের ঘ্রাণ-নেশায় বহুবছেরর আসক্ত আমি!
সাবালিকা, তুমি
Top today
তবুও বৃষ্টি আসুক…
বহুদিন পর আজ
বাতাসে বৃষ্টির আভাস,
সোঁদা মাটির অমৃত গন্ধ-
এখনই বুঝি বৃষ্টি আসবে
সবারই মনে উদ্বেগ-
তাড়াতাড়ি ঘরে ফেরার ব্যস্ততা।
তবু আমার মনে নেই বৃষ্টি ভেজার উদ্বেগ
আমার চলায় নেই কোনো লক্ষণীয় ব্যস্ততা।
দীর্ঘ নিদাঘের পর
আকাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা
অলক্ষ্য আনন্দ ছড়ায় আমার তপ্ত মনে –
আর আমি
তুমি বলেছিলে,”বাংলা তোমায় মানায় না,
বাঙ্গালী মানে আনকালচারড,ফেলনা।
রূপের বড় অভাব,
সেকেলে ভাবটা আজো গেলোনা।”
আমি শুনেছিলাম,ক্ষুব্ধ হয়েছিলাম;
লুকিয়ে রেখে ক্রোধ, প্রশ্ন করেছিলাম,
“এই কি তোমার বিবেক?
এই কি তোমার বোধ?”
ইতিহাসের পাতা উল্টে দেখো,
পিছন ফিরে তাকাও
খুব বেশি দূর নয়,
বাহান্ন সালের ক্যালেন্ডারের পাতায়
চোখ রাখো ফেব্রুয়ারীতে,উত্তপ্ত ঢাকার রাজপথে;
আমার মায়ের