কবিতারা ক্লান্ত
একটা সময় ছিল যখন
কবিতায় ছিল সুরের লহরী
গান হয়ে কবিতা ভেসে বেড়াত
গোধুলী লগ্নের নীলাভ আকাশের মাঝে
যেদিন সুখে ভাসায়েছিল তারে
কবিতার ছন্দ ভালবাসায়
সেই থেকে অপেক্ষার
প্রহর গোনা;
ঋতু আসে যায়
সে ফের ফিরে আসবে
অপেক্ষায় তাই শরতের শিউলি
প্রভাতের শিশির ভেজা তরুলতা, দুর্বা