ছিলা বদ্ধ ধনুকের মত টানটান দেহের অতন্দ্র পাহারায় থাকা তোমার–
প্রতীক্ষার মাঝে আর কত বসে থাকা,
ওই দেখ প্রান্তিক জীবনের ঝুঁকে পড়া রৌদ্রালোক–
ধরা-ছোঁয়ার বাইরের ওই রূপ সাজ মালিকা–
দীপালীর দেখে ফেরা ঝলসা উৎসবের মত
বল কত আর ধাঁধাবে চোখ ?
এই দেখ কাছে রেখেছি রুদ্রাক্ষ মালা,
তাপস গৈরিক