একটু ভাল থাকার জন্য
হলাম না হয় একটু কাল্পনিক
সবার অলক্ষ্যে চষে বেড়ালাম আমার রাজ্যে।
একা আমি, না হয় বানালামই বা
একজ মাইন্ড ফ্রেন্ড
হয়তো তার নাই কোনো অস্থিত্ব
আমিও না হয় হলাম অস্থিত্বহীন একজন।
ওই তো সেদিনই আমার অস্থিত্বহীন হিতৈষী
আমায় বলল কানে কানে
মনোব্যথায় যখনই পরবে মুষড়ে
তখন