Today 22 Dec 2025
Top today
Welcome to cholontika

কাল বহমান,

হাওয়ার দাক্ষিণ্যে বয়ে যায় সময়ের কলতান,

বৃদ্ধ জটের শরীর বেয়ে

দণ্ডায়মান আমি।

অনেক বসন্ত ফিরে গেছে…উজান দেখেছি আমি,

লাল পলাশের নেশা,স্মৃতি বাঁধা সেই তুমি–

সবুজ লাবণ্য ঘেরা লালিম দুটি ঠোঁট,

মৃদু হাসির রেখা—টানটান প্রসারিত সেই দুটি চোখ !

শুধু স্মৃতি।

 

আকাঙ্ক্ষার মৃত্যু নেই জানি,

জন্ম তার অনিবার স্মৃতির

go_top