বাজায় বাঁশি,দুঃখ নাশি,
রাখাল বালক সুখে,
মনে বিভোর,মধুর এ ঘোর,
মৃদু হাসি তার মুখে।
প্রহর স্তব্ধ,কত নিঃশব্দ!
মন কাড়া ঐ সুরে,
পশু আর পাখী,নীরব থাকি,
নাচছে ঘুরে ঘুরে।
সে সুর যেন,মন নাড়ে হেন,
আপন পর ভোলা ,
গরু ও বাছুর,ভুলে যায় দূর,
সব মনে লাগে দোলা।
রাখালের গ্রাম,সুখচর নাম,
সুখের যেন রাজ্য,
গরীব,ধনবান,সব এক