এই মুহুর্তে কিছু একটা চাই!
কিন্তু কি চাই?
একটা ম্যাসেজ! মুঠোফোনে,
মধুর সেই বার্তায় মাধুরী মিশিয়ে
রংধনু রং কিবোর্ড দিয়ে,
কে যেনো ভুলেই করল সেন্ড
হায়! একি! এত্ত ভালবাসা মিশানো!
নীল নীল অক্ষর
ভাললাগা সুরের অনুরণন শব্দে শব্দে
লাইনে লাইনে উড়ন্ত স্পর্শ যেনো!
ভালবাসার এত আকুতি, বিনয়,
অনুভুতিকে নাড়া দিয়ে যায়,
এত্ত
Top today