ক্ষমতার বড়াই করো না….
……………………কাজী ফাতেমা ছবি
=========================
আসছি ভবে যেতে হবে
বড়াই করে কে, রয়েছে কবে
দুনিয়া সত্য, জীবন মিথ্যে তবে
মেহমান হয়ে হেথা এসেছি সবে।
তুমি আমি, আমি তুমি
বাস দুদিনের, সাক্ষী ভূমি
মরিচিকার পিছনে মিথ্যা ভ্রমি
শেষ ঠিকানা তিন হাত জমি ।
বিভবের আশে অন্যায়ে জড়াই
যতই জ্বলমল অট্টালিকা