কবিতা নয়
গল্প বলি আজ;
মেয়েটির বয়স সবে চৌদ্দ
মুখ ভরা লাজ।
মেট্রিকটা পাশ করে সবে
জীবন শুরু হলো নতুন
ইন্টারে ভর্তি হয়েই
হাতে ফেলো মুঠোফোন ।
কলেজে ভর্তি হতে
হলো ঘর ছাড়া
স্বাধীন জীবনে পা দিয়ে
যেনো ছন্নছাড়া।
একা একা জীবনে
যেমন খুশি চলন
বেহিসাবী কেনাকাটায়
পরোয়াহীন তেজোদীপ্ত যৌবন।
বয়স অল্প, স্বপ্ন আকাশ ছোঁয়া
চোখে রংগীন