তোমার বুকে যে তেজস্বী আগুন দপ দপ করে জ্বলে ওঠে
সে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয় আমার স্নায়ু অকপটে
সে আগুনের লেলিহান শিখা আষ্টেপৃষ্ঠে ধরে
আমার দেহ সারাক্ষণ
ঝলসে দেয় শরীরের প্রতিটি থরে থরে
দিক্বিদিক ছুটে যায় আমার মন।
তোমার চুলোর আগুন
আমার খড়ি পুড়িয়ে পুড়িয়ে
লাল লৌহ-আগুন