সে আমারে ডাকে বহু দূর থেকে
অদৃশ্যের ওপারে
জন্মান্তরের সীমানায়
কত শত লক্ষ সৌর-চৌম্বকের মতো
অতীতের কাল থেকে
সে আমারে টানে
প্রতিবার আমি তাই
মহাকাশে ছুটে যাই
অস্থির হয়ে হায়
খুঁজে ফিরি তারে
সময়ের চোরাবালিতে
প্রভু তুমি আদি পিতাকে স্বর্গে পাঠালে
আবার তাকে লজ্জিত করে
এই পৃথিবীতে পাঠিয়ে দিলে
আসলে তুমি নিজেই লজ্জিত হয়েছিলে।
প্রভু তুমি আজাজিলকে দায়ী
করে নিজেই হয়েছ দায়বদ্ধ।
প্রভু তুমি যীশুকে ক্রুশবিদ্ধ
করে নিজেই হয়েছ প্রশ্নবিদ্ধ।
প্রভু তুমি আমাকে মৃত্যু দিতে পারো
নয়তো আরও লজ্জিত হতে পারো।
তুমি প্রশ্নবিদ্ধ
লজ্জিত
দায়বদ্ধ
অথবা
আমার মৃত্যু
প্রভু তুমি