Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

কবিতা! কেমন আছো তুমি?
কবিতা! এখন তুমি কার?

কতো দিন আমি খুঁজেছি তোমায়
শীতের ভোরে গভীর কুয়াশায়
নতুন আউশের টাটকা পিঠার
মিষ্টি সৌরভে খুঁজেছি তোমায়
অলস দুপুরে ছোট্ট পুকুরের
পাড়ে বসে বসে গভীর মগ্নতায়
হারিয়ে গিয়ে খুঁজেছি তোমায়
হঠাৎ মাছরাঙার মাছ ধরার শব্দে ভেঙ্গেছে চেতনা।

বর্ষণমুখর সন্ধ্যা গুলোতে
রজনীগন্ধা ফোঁটার মুহূর্ত

go_top