আমার ছোটবেলা থেকেই
তোমরা আমাকে অবহেলা করেছ
কাছে আসনি ভালবাসনি
শুধু দূরে থেকেই
হরেক রঙের স্বপ্ন দেখিয়েছ।
অথচ শুনে রাখো……
একদিন তোমরা আমার হাতে ধরা পড়বেই
দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতে থাকবেই।।
না, কোথাও যেতে দেব না সেদিন।
রিকশার সিটের ভেতরেও না
জুতার-মোজার ভেতরেও না।
সিন্দুকেও না, বিছানা-বালিশেও না
দোকানেও না, বাজারেও