যে সময় বয়ে যায় তা আসে কোথা হতে
কোথায় সে যায়
চলে গেছি বহুদুর আমি তা খুজতে খুজতে
সময় চলে যায়
সময় হয়ত আছে পৃথিবীতে
যদিও সে থাকে-থাকুক
আমাদের কি আসে যায়
আমি দেখেছি সময় বয়ে চলে যায় না
দেখেছিলাম সে আছে স্থবির হয়ে
সেই কবে থেকে কেউ জানেনা
থাকনা
Top today