ঘুম যদি ভেঙে যায় তবে উদাত্ত রাত্রির কাছে
জেনে নিও পাখী ডাকা ভোর আর কত দূরে ?
চাঁদ গলা পশ্চিমের জানালায় বারবার পলক যদি কেড়ে নেয়–
হুহু করা মনের গভীরে যদি শূন্যতা ঘন হয়,
অমাপ ব্যপ্ততা যদি পড়ে থাকে
পাশ খালি বিছানার দীর্ঘতায়,তবে কল্পিত ভালোবেসো–
শয্যা
Top today