Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

 

 

লাস্যময়ী কিশোরীর ঠোঁটের মতোন

এক খানি রূপালী চাঁদ উঠে গগনে

স্নিগ্ধ আলোয় জুড়ায় মনের উঠোন

চেয়ে থাকি এক দৃষ্টিতে মুগ্ধ নয়নে;

চন্দ্র আলোয় পিপাসিত কাতর মন

তক্কে থাকি দেখা হবে কখন স্বপনে

আকাশে যুবতী চাঁদ রূপের বসন

কানে কানে

.

 

মায়ার বনে মায়া হরিণী লুকোয় লাজের ঝোপে
ডাগর কাতর নয়ন দু’টি হেরি হৃদয় কাঁপে
সবুজ পত্র পল্লব ফাকে মোরে চেয়ে চেয়ে দেখে
কি যে মায়া স্নেহ ছায়া আহা ঐ দু’টি কাতর চোখে
শুধুই কাছে টানে মোরে অদৃশ্য মায়া যাদু বাণে
হৃদয় উথলে উঠে আহা আবেগে

go_top