Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

 

 

হাজার মুখের ভীড়ে একবার আমি দেখেছি তাহার মুখ
পঠলচেরা চোখ, কাঁপা কাঁপা রাঙা ঠোঁট, চন্দ্র বদন
এলোকেশী উর্বশী নীল প্রজাপতি পরীর মতন
হৃদয়ের গোপন কুঠিরে জেগে উঠে অজানা সুখ;
তারপর কেটে গেছে বহুদিন, শয়নে স্বপ্নে শুধু
দেখেছি একটি মুখ হৃদয়ের ভিতরে সংগোপনে
মায়াবী মোনালিসা ছবি এঁকে একা

 

 

সে যে একবার হায় পৃথিবী দেখবো বলে আমার নিরুদ্দেশ যাত্রা
বহু দেশ জাতি গোষ্ঠি কৃষ্টি সভ্যতা সংস্কৃতি বিবিধ মাত্রা
মাঠ ঘাট নদী মরু বন পাহাড় পরিভ্রমন শেষে অন্তরে হেরি
কি যেন দামী হারিয়ে আমি পথ হারিয়ে পথে পথে ঘুরি;
অতি দূর অন্ধকার পরিভ্রমন

 

 

অনিন্দ্য সুন্দর কাননে তোমার প্রভু আমি যে এক রত্তি অধম
আহ্লাদী দু’টি সোনার হৃদয় সোহাগে দোলে আবেগর অনুরাগে
দু’ ফোটা নাপাক তরলে বীজ ফুটে একটি সোনার অন্কুর জাগে
রক্তের লাল নদী পার হয়ে প্রভু আলোর বিথানে বান্দা প্রথম
মুক্তির আকাঙ্খাতে ভক্তিতে বিনয়ে চুমেছিনু তোমারই

go_top