১।
ধরে রাখার জিনিস হলে
রাখতাম তারে ধরে
কাছে থাকার ইচ্ছে হলে
ছাড়তাম না তারে।
ইচ্ছে হলে ছুঁয়ে দিতাম
লজ্জাবতী লতারে,
বুক সাগরে ভেসে ভেসে
খেলতাম ডুব সাঁতারে;
উড়তে যদি ইচ্ছে হত
ডানা মেলতাম নীল অম্বরে।
যায় না ধরা, যায় না ছোঁয়া
থেমে সেতো থাকে না
সে আসে যায় নিজের মত
মনেতো কাউরে রাখে