তুমি তো কিছুই দেখনা
হৃদয়ের যন্ত্রণা….আর কান্না
চোখে যে ঝরে অবিরত
হিরে মতি পান্না…..।
দেখেও কি কর না দেখার ভান
আমার প্রতি এহেন অবহেলা দেখে আমি মুগ্ধ
ভালবাসার রঙই তো তুমি চেন না
তাহলে তুমিতো আসলেই বর্ণান্ধ ।
থাক তুমি তোমার জায়গায় অটল
তোমাকে আর জ্বালাব না
বরং আমিই যাই