মেঘের মত অভিমান তার
১
বৃষ্টি আর মেঘের মত
এমনি আত্মিক স্বজন ছিল, বুঝি সে!
মেঘ যেমন শত আদরে
পায় না বৃষ্টির ভালোবাসা; বার বার তাকে
নিঃস্ব হতে হয় নিরন্তর
২
তাইতো মেঘ পরম্পরা রিক্ত
হাওয়ার সাথেও প্রত্যহ পরকীয়া
ধানি ফসলের ক্ষেতের মত
বার বার হাল চাষে তিক্ত বিরক্ত
দীর্ঘশ্বাস ফেলে ঐ