Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জীবন জুড়ে,
অনামিকার ভাবনায় কেটে গেল
বেশ কিছু সময়।

বেলা গড়িয়ে,
সাঁঝ আঁধার বেশ জেঁকে বসেছে
সাঁঝ লালিমার আঁচলে।

মৌনতায় দ্বার খুলে,
সেই সাতাশ বছর পর দেখা চলতে পথে
থমকে ছিল সাঁঝ।

পাখিদের চোখা চকিতে,
আকাশে নাগর দোলায় আঁধার নেমে এলে
সাঁঝ মিহি

মানুষ শরীর সর্বস্ব সব মিথ্যা?
তার রুপ যৌবন জশ অহমিকা, প্রতাপ প্রভাবশালী দাম্ভিকতা
শ্রেণী শোষণের বিড়ম্বনা, শ্রেণী চক্রের পেষণে মানব জীবন
এই যে জীবন অহমিকায় বড় ছোট তাহলে কি?

শোকে কাতর বিষবৃক্ষ,
শুধু চেয়ে দেখল জীবন ভর, উতল পাতাল জীবন কাল
কালে কালে কত বিবর্তন? বিষবৃক্ষ

মরু পথে হাঁটছি আমি একা একা,
সমুখে মরু পথের মরীচিকা, করছে ঝিকমিক,
যেন এ পথ স্বপ্ন ঘোরে চলা, কালের আঁধার ধুইয়ে ধুইয়ে
ছোপ ছোপ বরফ ঢাকা পথে পায়ের ছাপ একে।

নিশানা বিহীন পথে লিরিক নকশা চেয়ে চেয়ে
কত কি যে চোখের সীমানায়, সংকট সুরত সাদা

কাশফুলের ধবধবে সাদা দলের একটুকরো,
তার কালো চুলের সাথে লেগে ছিল বেশ কিছু সময়, মাকড়সার জালের মত
তির তির করে কাঁপছিল বেশ, আলতো হাতের ঘায়ে সিঁথির বিন্যাসে
উড়ে গেল শরতের এলোমেলো হাওয়ায়।

এলোমেলো মেঘের বেশ জট লেগেছে,
বোধ হয় বাতাস বিড়ম্বনা, স্মৃতির আকুলতা ছিল তেমনি

শুধু বেঁচে থাকার জন্য নির্মোহ নগর যাপন

গ্রীষ্মের প্রখর তাপে চৌচির মাটি,
আচমকা সদ্য বৃষ্টি ভেজা, নাকে ছুঁয়ে যায় না কত দিন?
সোঁদা মাটির সেই গন্ধ! কৃষকের তামাটে গা বেয়ে,
ঝরে পরা ঘামের সাথে বৃষ্টির ছিটে ফোটার অম্ল সুখ।

ঝড়বৃষ্টি রাতজুড়ে,
জমে থাকা কাদা মাটির রাস্তায়,

go_top