Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

চেনা ছড়া

(২১)
অফিস-স্কুলে যাওয়া যেন
সকাল বেলার যুদ্ধ,
গাড়ির সারি পথকে রাখে
জ্যামে অবরুদ্ধ।

(২৪)
আঁধার কালো, কয়লা কালো,
কালো গাছের কোকিল,
“টাকাও কালো,” বললো কালো
পোশাক পরা উকিল।

(২৩)
কতই পরিকল্পনা হয়
তারপরে সব বন্ধ,
সেসব বাস্তবায়ন করার
থাকে না নামগন্ধ।

(২৪)
খুকু শুধায়, “কাঁদছো কেন
বকলো তোমায় কে আজ?”
একটু হেসে মায়ের জবাব,
“কাটছি আমি পেঁয়াজ।”

‌‌
মনিরুল হাসান,
ফ্লোরিডা,

চেনা ছড়া

(১৭)
খুকুমণি শুধায় মাকে,
“রাজনীতিবিদ দল,
নামলে মাঠে কোনটা খেলে
ক্রিকেট না ফুটবল?”

(১৮)
সরকারী এক কর্মী বলে,
“এটাই আমার আইন,
বিনা ঘুষে ফাইলে আমি
করি নাতো সাইন।”

(১৯)
তরকারীটা খেতে মোটেও
লাগে নাতো ঝাল।
গুঁড়ো মরিচ রং মেশানো
দেখতে শুধুই লাল।

(২০)
ভুলেও মুখে নেয় নাতো কেউ
গ্রামে যাওয়ার নাম,
মুখে সবাই বলেই খালাস
“আমার শ্যামল গ্রাম”।


মনিরুল

চেনা ছড়া

(১৩)
সংসদে করে যারা
খারাপ ভাষায় চিৎকার,
জনগণ সে সব লোককে
দেয় যে শুধু ধিক্কার।

(১৪)
হাসপাতালে রোগীর মাথায়
হাত উঠেছে ঐ,
ফার্মেসীতে ভেজাল ওষুধ
ওষুধ পাবে কই?

(১৫)
টেলিফোনে প্রয়োজনে
কত কথা হয়,
ভুতুড়ে বিল দু’ নয়নে
জাগায় যে বিস্ময়।

(১৬)
বলতো দাদা, বলতো বাবাও
বলছে নাতি ফের,
‘দেশের ভালো করা’-র কাজটি
পরের প্রজন্মের।


মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।

go_top