চেনা ছড়া
(২১)
অফিস-স্কুলে যাওয়া যেন
সকাল বেলার যুদ্ধ,
গাড়ির সারি পথকে রাখে
জ্যামে অবরুদ্ধ।
(২৪)
আঁধার কালো, কয়লা কালো,
কালো গাছের কোকিল,
“টাকাও কালো,” বললো কালো
পোশাক পরা উকিল।
(২৩)
কতই পরিকল্পনা হয়
তারপরে সব বন্ধ,
সেসব বাস্তবায়ন করার
থাকে না নামগন্ধ।
(২৪)
খুকু শুধায়, “কাঁদছো কেন
বকলো তোমায় কে আজ?”
একটু হেসে মায়ের জবাব,
“কাটছি আমি পেঁয়াজ।”
মনিরুল হাসান,
ফ্লোরিডা,