কেন জেগে থাকা–আগামী ভোরেই যদি বসন্ত আসবে ?
পাতা ঝরার স্বপ্নটুকু বুকে তবে মেখে নিতে দাও.
ছন্দ তো সেখানেও আছে–দেখো–ঝরঝর শব্দ পতন,
হওয়ার স্বেচ্ছাচারে দেখো ঘূর্ণি ফুঁৎকার,তৃষিত শরীর,
আর পলাশ শিশু যদি না ফুটল কালকে–
তবু স্বপ্ন জেগে থাক
বসন্তের হৃদয়ে নিত্য দিনের ফোটা ফুল ঝরে
Top today