০১।
ছোট এই জীবনে
কেন এত কষ্ট
দুদিনের দুনিয়ায়
সুখগুলো কেন হয় নষ্ট ।
প্রতিটি মুহুর্ত হয়
কেন এত তিক্ত
ভালবাসায় জীবনটা
কেন হয় না সিক্ত ।
কেন যে দুনিয়া নিয়ে
এত টানাটানি
কেন এত হা হুতাশ
স্বার্থ নিয়ে হানাহানি ।
ইচ্ছা করলেই আমরা
পারি থাকতে সুখে
সুখ-দু:খগুলো ভাগ করে
দাড়াই যদি রুখে ।
সুখ ধরা দিবেই
Top today