খুব প্রভাতের মিষ্টি বাতাস,
কুয়াশাচ্ছন্ন ভোরের শিশির
ঘাসের ডগায় মুক্তোর দানা
জ্বলমল করা রৌদ্রজ্জল সকাল;
দুর থেকেই ছুঁয়ে যাই
শিশিরের স্পর্শ;
হিম হিম অনুভব আংগুলের ডগায়,
শিশিরের কাছে গেলেই স্পর্শে গলে যায়;
আমার কঠিন হাতের স্পর্শ ওর সহ্য হয়না।
প্রভাতের মিষ্টি বাতাস
আমায় দেখে স্থির দাঁড়িয়ে পাতায়
লুকোচুরি খেলে আঁড়ালে থেকে,
আমার
আড্ডা দিনভর
কথা ফুটে হড়বড়,
ধাওয়া, পাল্টা ধাওয়া
কেউ হঠাৎ হাওয়া;
মজার মজার মন্তব্য
জানি না, কেউ কারো গন্তব্য,
বিশ্ব জুড়ে বন্ধুত্ব
সম্পর্কটা…বোন, বন্ধু ভ্রাতৃত্ব।
ঝরে পরে কত অনুরাগ
কেটে যায় মনেতে দাগ
উচ্ছাসে আর আবেগে
সময় পার শত অভিযোগে।
জানা অজানা তথ্য
কত কাহিনী কত নৈপথ্য,
শেয়ার নিমিষে
মুহুর্ত, ভাল লাগা আবেশে।
কত কিছু শেখা
অস্থিতিশীল বাজার…..
…………………..ছবি
চিনি আছে নুন নাই
চায়ের কৌটাটাও খালি পাই
চাল থাকলে, নাই ডাল
মরিচ আনছে, নাই ঝাল।
দুধ তো ছিল ঘরে
শেষ হলো কবেরে!!
কৌটায় নাই বিস্কিট
জেরী রাগে খিটমিট,
এইবার রাঁধলে
তেলটা ফুরালে,
না আনলে কিভাবে?
এ বেলা ও বেলা চলবে।
আলু আনছ, বেগুন কই
কথাগুলো লাগছে টক দই?
পটল, পুঁই, মুলা লাউ
আনোনি
দেশের এই অবস্থায় এই ছড়াটিই মুখে আসছে বার বার……. (আমার কোন দোষ নাই)
====================================================
১।
নৌকা ফুটো
ধানে ছোঁচা
বুড়িদের
নাক বোঁচা ।
বন্দি করুম
কে দিব খাঁচা?
আর বাকি
এরা চাচা
সময় শেষ
আর কত বাছা?
সুযোগে মারলাম
পিনের খোঁচা
কথা কিন্তু মিছানা
এক্কেরে হাছা ।
২।
একটুখানি বৃষ্টি হলে
রাস্তা ভাসে বন্যায়
দেখেও কি দেখে না
বঙ্গবন্ধুর কন্যায়।
ইনার দোষ,