Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাদের প্রিয় ফোরামিক বোরহান…..
তিনি একদিন রাস্তায় একা একা হাঁটছিলেন…… কেন জানি তার মনটা অন্য দিনের চেয়ে একটু বেশী ভাল ছিল ……
একা একা রাস্তায় মনের সুখে গান গাচ্ছেন…….

হ জানি হ জানি
আমি খাব বোরহানি
ছেঁড়ি আমার মাস্তানি
আমি খাব বোরহানি

নাচতে নাচতে আমাদের বোরহান ভাইয়া

বড্ড ব্যস্ত হয়ে গেছি
না,ব্যস্ততার ভান করি মিছামিছি ।

ভাবি খানিকটা পেলে অবসর
স্বপ্নরা হয়ে গেলো কেনো ধূসর।

সব ইচ্ছা মরে হয়েছে ভুত
কেড়ে নিলো বুঝি নিরাশার দূত।

মনে পরে আজ সেই দিনগুলি
স্মৃতির পাতায় যা রেখেছি তুলি।

ওইতো সেদিনই কতো যে ছিলো শখ
শুকনো পাতা কুঁড়োনোয় থাকতাম উন্মুখ।

এই

চলো না আজ যাই বনে
জোছনা মাখাই সারা অঙ্গে
রূপকথা হয়ে পাশে পাশে
দিশেহারা হয়ে জোছনায় হারাই তোমার সনে।
তারা নেই, দেখ অই আকাশেতে
না হয় আমি তারা হব আজ আকাশের,
কোন তারাটি এই আমি
গুনে গুনে তুমি খুঁজো আমারে
রাত পার হয়ে জোছনা মিলাবে মাটিতে।
চলো না জোছনায়

এই মুহুর্তে কিছু একটা চাই!
কিন্তু কি চাই?
একটা ম্যাসেজ! মুঠোফোনে,
মধুর সেই বার্তায় মাধুরী মিশিয়ে
রংধনু রং কিবোর্ড দিয়ে,
কে যেনো ভুলেই করল সেন্ড
হায়! একি! এত্ত ভালবাসা মিশানো!
নীল নীল অক্ষর
ভাললাগা সুরের অনুরণন শব্দে শব্দে
লাইনে লাইনে উড়ন্ত স্পর্শ যেনো!
ভালবাসার এত আকুতি, বিনয়,
অনুভুতিকে নাড়া দিয়ে যায়,
এত্ত

কাঠবিড়ালি
বন্ধু হবি,
কুটুস কাটুস
এটা খাবি,
ওটা খাবি; আর
এদিক ওদিক পালাবি!!
এ গাছে ও গাছে
তিড়িং বিড়িং
লাফিয়ে বেড়াবি!
আমায় দেখে!
পাতার ফাঁকে
আঁড়ালে হারাবি,
তা হবে না
তা হবে না;
আমাকে তোর বন্ধু কর
ভয় নাইরে ওরে তোর;
পিছন পিছন দেব দৌঁড়
কেটে যাবে রাত ভোর।
লুকোচুরি খেলবো দুজন
সুরে সুরে গাইবে কূজন,
খাব মিলে, যা পাব
এক

এলোমেলো হাওয়া ছিল
সাথে ঝিরঝির বৃষ্টি
চুলগুলো উড়ছিল
লাগছিল বেশ মিষ্টি।

পাতাগুলি দুলছিল
তার সাথে মন
হিম হিম আবেশে
কাটছিল ক্ষন।

গাছের ডালে পাখি নাচছিল
নেড়ে তার পুচ্ছ
তদ্দন্ডে পাশে নাই তুমি
যেন দুনিয়াটাই তুচ্ছ।

বৃষ্টি পড়ে পাতা ভিজে
যেনো যৌবনে ভরা যুবতি
ছুঁয়ে ছুঁয়ে ভিজাই মন
তার হাতে, হাত রাখার আকুতি।

ঝিরঝির বৃষ্টি ঝরে
গায়ে ছিল

শরতের আকাশ আমার বড্ড প্রিয়
সারা গগন জুড়ে এখানে সেখানে
শুভ্র মেঘেরা অবাধে ভেসে বেড়ায় নীলাম্বরে,
মেঘ আর রৌদ্রের লুকোচুরি
ঠিক যেনো আমার মতই;
তাজা সবুজ সবুজ পাতায় উজ্জ্বল রোদের ঝিলিক
মিষ্টি বাতাসে আনমনা করে দেয় মন,
মিস করি এখন বড়,
আমার প্রিয় শরতের আকাশ!
ব্যস্ততা ঘিরে ধরেছে জীবন!
যান্ত্রিক

লাইনটা কেটে দিচ্ছিস কেন?
কিরে কথা কি! বলতে চাইছিস না?
এক একটা কথা এত দেরীতে বলছিস কেন?
বোর হচ্ছিস?
না! কথা বলতে লজ্জা পাচ্ছিস?
এড়িয়ে যাচ্ছিস না তো?
ধ্যত্তেরি ছাই! আমি কার সাথে কথা বলছি!
তুই কি আছিস লাইনে?
-আররে পাগল থাম তো এবার,
অবশিষ্ট কিছু নাই যে আমার,

এই বিকেলের এলোমেলো হাওয়ায়
কল্পনায় জাল বুনেছ যত মনের জানালায় ,
তোমার মনের ইচ্ছা আছে যতো
পূর্ণতা পাক সব তোমার মনের মতো ।

চাই না মনের ইচ্ছাগুলো
অকারণেই যেন না হয় ধুলো ।
স্বপ্নগুলো না হউক বৃথা
সম্মানের সাথে উঁচু থাকুক মাথা ।

যত ভালবাসা আছে সর্বস্ব
ভাসায়ে দিলাম,

আজ একটু আবোল তাবোল বকবকানি………
সেদিন ঘুমাতে ঘুমাতে রাত দুইটা বেজে গেছিল । আর আমাদেরকে আলাদা আলাদা রুমে থাকতে দিছিলো । আমি কখনো একা ঘরে ঘুমাইনি । দরজা বন্ধ করতেই এমন ভয় লাগতেছিল…. সব লাইট জ্বালাইয়াও দেখি ঘুম আসে না ।

go_top