মা তুমি পচা অনেক
কিন্ত বড্ড ভালবাসি
পচা হলেও ভালবাসি
তোমার মিষ্টি হাসি।
তুইও তো দুষ্ট অনেক
জ্বালাস দিন রাতি
দুষ্টামির হাসি দিয়ে
ঘরে জ্বালাস বাতি।
তুমিও তো দুষ্ট অনেক
শুধু খাওয়াতে চাও!
খাওয়ানোর মাঝে তুমি
কি যে মজা পাও?
বেশি বেশি না খেলে
কবিতা নয়
গল্প বলি আজ;
মেয়েটির বয়স সবে চৌদ্দ
মুখ ভরা লাজ।
মেট্রিকটা পাশ করে সবে
জীবন শুরু হলো নতুন
ইন্টারে ভর্তি হয়েই
হাতে ফেলো মুঠোফোন ।
কলেজে ভর্তি হতে
হলো ঘর ছাড়া
স্বাধীন জীবনে পা দিয়ে
যেনো ছন্নছাড়া।
একা একা জীবনে
যেমন খুশি চলন
বেহিসাবী কেনাকাটায়
পরোয়াহীন তেজোদীপ্ত যৌবন।
বয়স অল্প, স্বপ্ন আকাশ ছোঁয়া
চোখে রংগীন
হতে চাই আবার ছাত্র…..
সবার আদরের পাত্র,
জীবন বাজি জ্ঞানের সাধনায়
মুগ্ধ সবে আমার প্রতিভায়।
তরুণ হয়ে যাই যদি আবার
বন্ধু হব, প্রিয় হব সবার।
সাহায্যের হাত বাড়িয়ে
সীমানা ছাড়িয়ে,
অসহায়দের নিয়ে
সমাজের কাজে নিজেকে দিব ছড়িয়ে ।
সবুজ প্রাণের মায়ায় জড়িয়ে
গিরি-সাগর জলে যাব হারিয়ে।
কৌতুহলে ছুটব
অন্যায়চারিতা রুখব।
ডাক্তার যদি হতে পারি
গরীবের