Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমার সামনে আয়না,
তুমি দাঁড়ীয়ে আছো;দেখছো নিজেকে;
ঠিক তখনই স্মৃতির পাতায় আমার ছবি ভেসে ওঠে…
আমি কোথায় আছি…কেমন আছি;
খুব দেখতে ইচ্ছে করছে আমাকে তখন
আমি কি সেখানেই আছি; নাকি হারিয়ে গেছি অন্যত্র-এ ?
আমার সেখানে আমি নেই…
ঘর নেই আলো নেই,
তুমিও যে অবলা নারী- আছে স্বামী

তুমি দেখতে পাও না?
নৈ:শব্দের জগতে ছড়িয়ে হাজার রঙ
গায়ে মাখবে কি? লাল সবুজ হলুদ কমলা…
কোন রঙ নেবে বলনা? আমাকে শুধু নীল রঙটা দিও ।

শুনতে পাও না তুমি?
বাতাসে ভেসে বেড়ায় না বলা কথাগুলো
ভালবাসার অনুরণন তুলে কথারা;
হাত বাড়িয়ে ধর না হয়; বুক পকেটে

(ফোরামের কয়েকজনকে নিয়া লেখাটি)

একদা একই পথ ধরে ডেড আর ব্রাশ হেঁটে যাচ্ছিলেন…….. সামনে ছিলেন ব্রাশ…..   
আর একটু পিছনেই ডেড । ব্রাশ সাহেবকে চিনতে পেরে ডেড হাঁক ছেড়ে থামালেন মাঝপথে ।
অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাত হয় না । তা কেমন

রোদের দেশে মেঘ করেছে বাড়ি
আলোর সাথে রোদ নিয়েছে আড়ি।
মেঘের বাড়ির উঠোন যেন ধূ ধূ বালুচর,
রোদের বাড়ি নিকষ কালো বন্ধ আলোঘর
রোদের জমি দখল নিল দুষ্ট মেঘের দল
আলো বিনে রোদের চোখে ঝরে অশ্রু জল।
মেঘের বাড়ি দিন নেই, আছে শুধু রাত
রোদের দিনে আঁধার

০১।
ছোট এই জীবনে
কেন এত কষ্ট
দুদিনের দুনিয়ায়
সুখগুলো কেন হয় নষ্ট ।
প্রতিটি মুহুর্ত হয়
কেন এত তিক্ত
ভালবাসায় জীবনটা
কেন হয় না সিক্ত ।
কেন যে দুনিয়া নিয়ে
এত টানাটানি
কেন এত হা হুতাশ
স্বার্থ নিয়ে হানাহানি ।
ইচ্ছা করলেই আমরা
পারি থাকতে সুখে
সুখ-দু:খগুলো ভাগ করে
দাড়াই যদি রুখে ।
সুখ ধরা দিবেই

বলছি তোমায়
অপেক্ষায় থেকো না,                            মনে আর রেখো না।
ভুলে যাও,                                 

অনেক হয়েছে
আর না
কথা না বলে আর দুরে
যাস না
সব অভিমান ছেড়ে দে
ছাড় না
এত ডাকি মনে মনে, শুনতে কি
পাস না?
সারাদিনই কথা কস দেখিতো, তুইতো
মরা লাশ না
ভয় পাস কি আমায়? দেখ আমার হাতে ফুল,
বাঁশ না
মন চায় সারাক্ষণই

ভালো লাগে
শিহরণ জাগে
তাকালে মন রাঙ্গে
হারাই অনুরাগে
চোখে চোখ
কাঁপে বুক
মিটিমিটি হাসি
তৃপ্তি রাশি রাশি
লজ্জা পাও?
তাকাও তাও ।
দেখবে বলে
উঠে দাঁড়ালে
সব চক্ষুর আঁড়ালে
তুমিও যেনো হারালে;
ভালোই হয় এমন হলে
সুখ সঙ্গী হও পলে পলে;
অনেক ভালবাসাবাসি
না থাকলেও পাশাপাশি।

—————————
কাল্পনিক
সংগৃহীত এ্যানিমেশন
animation net collected

ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো যেন হয়ে উঠে মনের জানালা…
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।
সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার নিবিড় ছায়া যেনো বিনয়াবনত,
বটরে শিখরে বসে কেটেছে বিনোদ মুহুর্ত;
শিউলীর

মাথায় প্রতি মুহুর্তেই যেন হাতুড়ি পেটার শব্দ
ইটের পর ইট চারপাশে দালান, বাড়ি,
হিমেল সন্ধ্যায় নেয়া হয় না শীতের উষ্ণতা
শুধু নেয়া যায় কল-কারখানার ধোঁয়া, এলোপাথাড়ি ।

শুষ্ক কঠিন প্রকৃতি পরিপূর্ণ থাকে রিক্ততায়
দিনের আলো যেন নিমেষেই দৌড়ায়ে চলে যায়,
কর্মময় জীবনে মেপে মেপে সময় পার
জ্যাম

go_top