বন্ধু আমার সোলাইমান
বলল আমি মুসলমান
জাকাত আমায় দিতে হবে
আমি ইসলামের পথে
আল্লাহর এই আদেশ মেনেই
আমি আল্লাহর সাথে।
সঙ্গে আমায় নিয়ে
এক মসজিদেরই পাশে
বলল আমায় এইখানে এক
ফেকা স্পেশালিষ্ট বসে।
অনেক খানিক অপেক্ষার পর
ফেকা স্পেশালিষ্ট এলো
বন্ধু আমার সালাম দিয়ে
কেমন আছেন জানল
ওয়ালাইকুম বললেন তিনি
গম্ভীর তার ভাবখানি
জানলেন তিনি কে