প্রতিদিনই শ্রম বেঁচে বাজারে
জীবন চালায় হাজারে হাজারে।
এই শহর ওই শহরে যত বড় বড় অট্টালিকা
তৈরীতে শ্রমজীবিদেরই বড় ভূমিকা।
নদীর উপর আছে যত ব্রীজ আর সেতু
খেটে খাওয়া মানুষগুলো এসব বানানোরও হেতু।
হাসি মুখে দিয়ে দিয়ে শ্রম
জীবনজুড়েই যেনো ভরা ভ্রম।
না পেয়ে শ্রমের উপযুক্ত মূল্য
বেঁচে থাকাটাই
Top today