অরণ্য স্তব্ধতায়
ধীর অন্ধকারে নিষাদের বিছা জাল,
লুব্ধক চাঁদের ফাঁদ
নিশ্চুপ চাপা শিহরণ।
ভুবনের স্বপ্ন কায়া
কেড়ে আনা মায়া,
ফুরফুর হাওয়ার
তন্দ্রায়িত মাদক শরীর।
কার ইশারায় ঢাকা
ভীত চরণের পা ফেলা,
দুরন্ত ইচ্ছা তবু টেনে নেয়
অজ্ঞতার নিঃশ্বাস,
কার ছায়া ঐ ঘোরে ফেরে
জীবন অজীবনের যাওয়া আসার
এক ঘর
তন্দ্রায় ঘুমিয়ে থাকে–
জীবিত অথবা মৃত !
স্বপ্ন,ঘুম,জাগরণ