আবার নববর্ষ এলো।
পা পা ফেলে কবে যে সে গিয়েছিল চলে !
আবার ধীর তার পদার্পণ।
স্বাগতম নববর্ষ !
চক্রাবর্তে বারংবার তোমার ফিরে আসা,
অতীত সুখ দুঃখ সমস্ত ঝেরে ফেলে–
আবার বুক বাঁধা আশার পসরা–
জীর্ণ ধূলি উড়ে গেল কত,
রাখালিয়া বাঁশির তানে কত যে এলো গেলো
ফেলে আসা