Today 10 Jan 2026
Top today
Welcome to cholontika

আবার নববর্ষ এলো।

পা পা ফেলে কবে যে সে গিয়েছিল চলে !

আবার ধীর তার পদার্পণ।

 

স্বাগতম নববর্ষ !

চক্রাবর্তে বারংবার তোমার ফিরে আসা,

অতীত সুখ দুঃখ সমস্ত ঝেরে ফেলে–

আবার বুক বাঁধা আশার পসরা–

জীর্ণ ধূলি উড়ে গেল কত,

রাখালিয়া বাঁশির তানে কত যে এলো গেলো

ফেলে আসা

go_top