যে মাছি মারব বলে
সমস্ত বিষ একত্র করে ছিলাম
পীড়ার যন্ত্রণা ঘুণ পারিনি মুছে দিতে
মশার কবলিত প্রাণাহুতি যদি গুনে দেখো
সেই বিষাক্ততার খোঁজে বিষ দাঁত থাকা সহস্র অবয়ব
বিষাক্ত গোপন রন্ধ্র ছুঁয়ে মিশে ছিল রক্ত কণিকা !
জানি সে সংক্রামক দেহ–বিষহীন,তবু বিষধর
নেই সে কষ্টি পাথর—কিম্বা মন্ত্রের